RHL এসোসিয়েটস’র বুড়িগঙ্গা জোনের স্পেশাল মোটিভেশনাল ট্রেনিং আগামীকাল কুমিল্লার পদুয়ার বাজারে

আপডেট : ২৭ এপ্রিল, ২০১৯

RHL এসোসিয়েটস’র  বুড়িগঙ্গা জোনের আয়োজনে স্পেশাল মোটিভেশনাল ট্রেনিং আগামীকাল ২৮ এপ্রিল, সকাল ৯টায় জাপান কমপ্লেক্স, পদুয়ার বাজার, বিশ্বরোড, কুমিল্লায় অনুষ্ঠিত হবে।

উক্ত স্পেশাল মোটিভেশনাল ট্রেনিং-এ রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থাকবেন মডার্ণ হারবাল গ্রুপের সিপিএস, এডভাইজর এন্ড সুপার ষ্টার ট্রেইনার, আরএইচএল এসোসিয়েটস প্রেসিডেন্ট মোঃ রফিকুল ইসলাম খান। ট্রেইনার হিসেবে থাকবেন ট্রেইনার এন্ড জিপিএস মো. আবু সাইয়িদ