নারায়ণগঞ্জের ফতুল্লায় মশার কয়েলের আগুনে একই পরিবারের দগ্ধ ৯

আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৮
নারায়ণগঞ্জের ফতুল্লায় মশার কয়েলের আগুনে একই পরিবারের দগ্ধ ৯

নারায়ণগঞ্জের ফতুল্লায় মশার কয়েল থেকে আগুন লেগে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লার হক বাজার এলাকায় জাকির মিয়ার তিনতলার একটি ফ্ল্যাটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- শ্রীনাথ চন্দ্র বর্মণ (৩৫), তার স্ত্রী অর্চনা (৩৫), মেয়ে অনামিকা (১৫), ছেলে অর্পিত (৯), মা ছায়া রানী (৬০), বোন সুমিত্রা (২৭), জামাতা নারায়ণচন্দ্র (৪০), শাওন (১০) ও ভাতিজা প্রমিত (১৪)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে এসআই বাচ্চু মিয়া জানান, ভোরে ফতুল্লায় কয়েল থেকে আগুন লেগে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। সবাই বদ্ধ ঘরে থাকায় আগুনে তাদের শ্বাসনালি পুড়ে গেছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন।